Amar E Gaan is the first release of Aurthohin’s upcoming album Phoenix Er Diary - 1. This music video is a Thank You to all Aurthohin fans for their unconditional love and support throughout the years. অদ্ভুতদের জয় হোক!
LYRICS
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
যে গানটা গাইবো বলে বেঁচে থাকা, সে গানটা আজ শুনবে কে?
কোন এক থমকে যাওয়া রাতের পরে আমার কথা ভাববে কে?
ঘাসের বুকে শুয়ে শুয়ে নীল আকাশটা আঁকবে কে?
সারারাত আমার হাতটা জাপটে ধরে জোছনাটা দেখবে কে?
যাচ্ছে পুড়ে আমার শরীর, হয়ে যাচ্ছি যে ছাই
শেষ গানটা থাকলো পরে, কোথাও তুমি নাই
তবুও মাথায় অদ্ভুত চিন্তা, দেখবো আবার তোমাকে
ছাই থেকেই উঠবো আবার, ভুলতে দেবোনা আমাকে
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
(সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও)
আমার এ গানটার জন্য তোমার আমায় মনে রাখতে হবে
রাত গভীরে ঘুম ভাঙলে আমার কথা ভাবতে হবে
জোছনাটা দেখলে পরে আমায় তোমার খুঁজতে হবে
আমার এ গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার এ গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার এ গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার এ গানের সাথে তোমার মিশে থাকতে হবে
আমার এ গানের সাথে তোমার মিশে থাকতে হবে
Performance - Aurthohin
Lyrics - Md. Imtiazul Anwar & Bassbaba Sumon
Tune - Bassbaba Sumon
Sound Engineer, Mix and Master - A.K. Ratul
Producer - Aurthohin
Aurthohin is:
Guitars - Mahaan Fahim
Vocals, Drums, Percussions, Tabla, Guitars, Keyboards - Mark Don
Guitars, Keyboards, Piano - Shishir Ahmed
Vocals, Bass, Guitars, Keyboards, Sitar - Bassbaba Sumon
Video credits:
Producer, Story, Script - Bassbaba Sumon
Creative Consultant - Shakib Chowdhury
Production & Edit – bfilms
Director - Ashfaq Bipul
DOP – Murshed Bipul
Executive Producer - Mehedy Hossain
Actor: Imtiaz Borshon
Chief Assistant Director - Mahfuzur Rahman
Assistant Directors - Ivan Almas, Shuvo Hasan
Art Director - Shajib Rehman
Jimmy Jib - Samir
Production Manager - Md. Badal
Line Producer - Refat Hossain Rownak
Grade - HM. Sohel
CGI Studio - Firedrum Studios
VFX Artist - Shameek Monon
Thank you Samsung for making this video possible
#aurthohin